Posts
Showing posts from May, 2025
যে কাজ করলে হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশন তথ্যপ্রযুক্তি ডেস্ক, প্রকাশিত: সোমবার, ০৫ মে ২০২৫ , ০২:০৭ ফেসবুকে স্প্যাম ছড়ানো বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা। অতিরিক্ত হ্যাশট্যাগ দিয়ে বা ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন লিখে অ্যালগরিদমকে বিভ্রান্ত করে আর আয় করা যাবে না। সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মেটা। মেটা জানিয়েছে, এ ধরনের অপ্রাসঙ্গিক পোস্টগুলোতে আর মনেটাইজেশন সুবিধা থাকবে না। এগুলো শুধুমাত্র ফলোয়ারদের টাইমলাইনে দেখানো হবে। মেটা বলছে, স্প্যামি কনটেন্ট মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। যে ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- -অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ যুক্ত পোস্ট। -ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন। -একই পোস্ট শত শত ফেক অ্যাকাউন্টে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা। -সাজানো বা মিথ্যা মন্তব্য। ফেসবুক রিলসে বেশি ভিউ পেতে যা করবেন এসব কর্মকাণ্ডে জড়িত অ্যাকাউন্টগুলোর মনেটাইজেশন সুবিধা বন্ধ করে দেওয়া হবে। গুরুতর ক্ষেত্রে পোস্ট ও অ্যাকাউন্ট মুছে ফেলা হতে পারে। নতুন ফিচার ও মডারেশন টুল মেটা পরীক্ষামূলকভাবে এমন একটি ফিচার চালু করেছে, যেখানে ব্যবহারকারীরা সরাসরি রিপোর্ট করতে পারবেন কোন মন্তব্য অপ্রয়োজনীয় বা স্প্যাম বলে মনে হয়েছে। পাশাপাশি পেইজ মালিকদের জন্য এসেছে নতুন মডারেশন টুল। যা ভুয়া অ্যাকাউন্ট বা অন্যের নাম ব্যবহার করে করা মন্তব্যগুলো স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে ফেলবে। মেটা জানিয়েছে, ভিউ ও আয়ের সংখ্যা কৃত্রিমভাবে বাড়াতে নেওয়া এই ধরনের অনৈতিক কৌশল রুখতেই তাদের এই নতুন পদক্ষেপ। তাদের আশা, এতে ফেসবুকে আসল ও মানসম্পন্ন কনটেন্ট আরও বেশি জায়গা পাবে
- Get link
- X
- Other Apps
এটাই আওয়ামী লীগের জনপ্রিয়তা । নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমান কে পুলিশ গ্রেফতার করতে আসলে হাজার হাজার জনতার বাধার মূখে প্রশাসন,
- Get link
- X
- Other Apps
জয় বাংলা ❤️ এটাই আওয়ামী লীগের জনপ্রিয়তা 💗🇧🇩 নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমান কে পুলিশ গ্রেফতার করতে আসলে হাজার হাজার জনতার বাধার মূখে প্রশাসন।
- Get link
- X
- Other Apps
https://www.facebook.com/share/v/1Ed7Hq1CRm/
- Get link
- X
- Other Apps
দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কালবেলা প্রতিবেদক আপডেট : ০৮ মে ২০২৫, ১১:৫৭ এএম|অনলাইন সংস্করণ অ- অ+ 2.7k Shares facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttoncopy sharing button সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : সংগৃহীতX সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। বৃহস্পতিবার (০৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, এদিন রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। ফ্লাইটে সাবেক এই রাষ্ট্রপতির সঙ্গে তার ঘনিষ্ট কেউ ছিলেন না। তিনি চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড গিয়েছেন বলে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, গত রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। জানা গেছে, আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এ মামলাটি করা হয়। মামলার বিবরণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও উল্লেখ রয়েছে। উল্লেখ্য, আবদুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- Get link
- X
- Other Apps
পারিবারিক ক'ল'হে স্ত্রীর মৃ/ত্যু, খুলনায় স্বামী গ্রেফতার সংক্ষিপ্ত বিবরণ: খুলনার হরিণটানায় পারিবারিক কলহের জেরে স্বামী আবু সালে টেপুর (৩৫) মারধরে স্ত্রী জান্নাতি আক্তার (২০) মারা গেছেন। ২ মে রাতে মারধরের পর তিনি হাসপাতালে ভর্তি হন এবং ৭ মে ভোরে মারা যান। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এবং আইনগত পদক্ষেপ নিচ্ছে।
- Get link
- X
- Other Apps
খুলনা রেলস্টেশনে ট্রেনে কা/টা পড়ে অ'জ্ঞা'ত'না'মা ব্যক্তির মৃ/ত্যু, রেলওয়ে পুলিশ পরিচয় শ'না'ক্তে কাজ করছে।
- Get link
- X
- Other Apps
মোরেলগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রদল কর্মী নি/হ/ত, পরিবারের অভিযোগ—পি/টি/য়ে হ/ত্যা, ওসি বলছেন তদন্ত চলছে, আ'হ'ত আরও ২ জন হাসপাতালে ভর্তি।
- Get link
- X
- Other Apps
ঢাকায় গ্রেপ্তার বাগেরহাটের সাবেক এমপি মিলন
- Get link
- X
- Other Apps
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন। বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে, কাতারের রাজপরিবারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন। কাতারে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর, মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
- Get link
- X
- Other Apps
সিলেটের অমর কন্যা, বাংলার গৌরব, সিলেটের গর্ব, বাংলার রত্ন, এক আদর্শ নারীচিত্র। জন্মভূমির বুকে সাদর সম্ভাষণ। এই ধরণীতে কিছু মানুষ জন্মান আলোকবর্তিকা হয়ে। তাঁদের উপস্থিতি শুধু আশার আলো জ্বালায় না, যুগপৎ হয়ে ওঠে প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। ডা. জুবা*ইদা রহমান তেমনই এক বিরল মহিয়সী। তিনি সাবেক নৌবাহিনী প্রধান, Rear Admiral মাহ*বুব আলী খানের কন্যা, এক জ্ঞানী, অভিজাত ও দেশপ্রেমিক পরিবারে জন্ম নেওয়া এই মহীয়সী নারী আজ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তাঁর কর্ম, চরিত্র ও নিষ্কলুষ মানবিকতায়। তিনি কেবল একজন খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞই নন, তিনি এক পরিপূর্ণ মেয়ে, স্ত্রী, মা এবং সর্বোপরি এক নিঃস্বার্থ সেবিকা, যিনি মমতা, দায়িত্ব ও গভীর শ্রদ্ধাবোধ নিয়ে পারিবারিক বন্ধনে হয়ে উঠেছেন এক অমর উদাহরণ। রা*জনৈতিক চক্রান্ত, নির্মম সময় ও নির্যা*তনের কালো ছায়ার ভেতরেও তিনি যাঁর পাশে থেকেছেন দিনরাত, যাঁকে নিঃশব্দে সেবা করে গেছেন বছরের পর বছর, তিনি হলেন এই দেশের তিনবার নির্বা*চিত একজন আপসহীন নে*ত্রী, গণ*তন্ত্রের প্রতীক, যাঁর সংগ্রামী জীবন আজ ইতিহাসে খোদাই হয়ে আছে। ডা. জুবা*ইদা রহমান শুধু একজন চিকিৎসক না, তিনি সাহচর্যের প্রতিমা, স্নেহময় বন্ধুর মতো, পরম আস্থার ছায়াসঙ্গী। একজন আদর্শ পুত্রবধূ কী হতে পারেন, তার জীবন্ত প্রতিচ্ছবি তিনি। যে দুঃসময়ে মানুষ মুখ ফিরিয়ে নেয়, সেই সময়েও তিনি থেকেছেন অটল, থেকেছেন একান্তভাবে। তাঁর কোমলতা ছিল অপরিসীম, আর সেই কোমলতা দিয়েই তিনি প্রমাণ করেছেন, নীরবতাও একদিন হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে উচ্চকিত প্রতিরোধ। আজ সেই ডা. জুবা*ইদা রহমান ফিরে আসছেন। সিলেটবাসীর চোখে আজ আনন্দাশ্রু, বাংলার হৃদয়ে উৎসব। কারণ এই মাটি আজ ফিরে পাচ্ছে তার এক গর্বিত কন্যাকে, এক আলোকবর্তিকাকে। তিনি ফিরছেন, যেন এক নতুন সূর্যোদয়, যেন আশার নবজন্ম। আপনার মতো একজন নারী হাজার বছরে একবার জন্মান। আপনার সৌন্দর্য, আপনার বিনয়, আপনার জ্ঞান ও সাহস একত্রে তৈরি করেছে এমন এক চরিত্র, যাঁকে দেখে নতুন প্রজন্ম শিখতে পারে, শক্তি মানেই উচ্চকণ্ঠ নয়, সাহস মানেই নিরবতার ভেতরেও বজ্রনিনাদ ধ্বনিত হওয়া। প্রিয় আপা, সিলেটের পক্ষ থেকে জানাই আপনাকে অন্তর থেকে স্বাগতম। আপনি আমাদের অহংকার, আপনি আমাদের হৃদয়ের এক অমূল্য রত্ন। আপনার আগমন আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আপনি সিলেটের মাটিতে শুধু একজন অতিথি নন, আপনি আমাদের আত্মার আত্মীয়। স্বাগতম সিলেটের কন্যা। স্বাগতম গণ*তন্ত্রের ছায়াসঙ্গী। স্বাগতম বাংলার শ্রেষ্ঠ আদর্শবতী নারী।
- Get link
- X
- Other Apps
প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি পুনর্বহাল, বৃত্তি চালুর ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় পরীক্ষা পদ্ধতি চালুর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন। শনিবার (৩ মে) লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য হলো প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ন্যূনতম সাক্ষরতা নিশ্চিত করা। তিনি জোর দিয়ে বলেন, শিশুরা যেন তাদের মাতৃভাষায় সাবলীলভাবে কথা বলতে, পড়তে ও লিখতে পারে এবং একইসঙ্গে গাণিতিক বিষয়েও দক্ষতা অর্জন করতে পারে। শিক্ষকের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে তিনি বলেন, শিক্ষকরা সমাজের ও জাতির জন্য দায়িত্ব পালন করছেন এবং একজন শিক্ষকই শিশুদের জীবনের সঠিক পথ দেখাতে সহায়ক ভূমিকা পালন করেন। প্রধান শিক্ষকদের টিম লিডার হিসেবে বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসার সঞ্চালনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪ মোহাম্মদ আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদসহ অন্য শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা আরও বলেন, মন্ত্রণালয় যৌক্তিক দাবিকে স্বীকৃতি দেয় এবং তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকে। শূন্যপদ পূরণ এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও ইতোমধ্যে অনেক অগ্রগতি সাধিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মৌলিক শিক্ষার পাশাপাশি বিতর্ক, দেয়ালিকা উৎসব ও চিত্রাঙ্কনের মতো সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এর আগে, উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ে ‘জেলা প্রশাসন গ্রন্থাগার’ পরিদর্শন করেন এবং পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ভ্রাম্যমাণ বইমেলার’ স্টল ঘুরে দেখেন।
- Get link
- X
- Other Apps
আজ সকাল দশটায় বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের পিছনে এই মহিলা এসে একটা বাড়িতে প্রবেশ করে, ওই বাড়ির গৃহবধূকে জানালার কাছে ডাকে, উনি জানালার কাছে আসলে ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পরে হাতে কিছু একটা নিয়ে ওই মহিলার নাকের কাছে ফু দেয় তৎক্ষণাৎ ওই গৃহবধূ অচেতন হয়ে পড়ে। সাথে সাথেই ওই গৃহবধূর স্বামী ঘর থেকে বেরিয়ে এসে মহিলাকে হাতেনাতে ধরে। তারপরে এলাকার সব জনগণের ভিড় হয়ে যায় এই মহিলা একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে এর পরিচয় আমরা কেউ জানিনা। ওনাকে গৃহবধুর জ্ঞান ফেরানোর কথা বললে উনি ১ কোটি টাকা দাবি করছে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মহিলাকে নিয়ে যায় কেউ এই মহিলার পরিচয় জেনে থাকলে অবশ্যই জানাবেন। এই মহিলা কথায় কথায় শুধু মিথ্যা বলছিল। এই সকল মানুষের থেকে সবাই সচেতন থাকবেন।
- Get link
- X
- Other Apps