দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কালবেলা প্রতিবেদক আপডেট : ০৮ মে ২০২৫, ১১:৫৭ এএম|অনলাইন সংস্করণ অ- অ+ 2.7k Shares facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttoncopy sharing button সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : সংগৃহীতX সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। বৃহস্পতিবার (০৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, এদিন রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। ফ্লাইটে সাবেক এই রাষ্ট্রপতির সঙ্গে তার ঘনিষ্ট কেউ ছিলেন না। তিনি চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড গিয়েছেন বলে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, গত রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। জানা গেছে, আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এ মামলাটি করা হয়। মামলার বিবরণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও উল্লেখ রয়েছে। উল্লেখ্য, আবদুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


 

Comments

Popular Posts

আজ সকাল দশটায় বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের পিছনে এই মহিলা এসে একটা বাড়িতে প্রবেশ করে, ওই বাড়ির গৃহবধূকে জানালার কাছে ডাকে, উনি জানালার কাছে আসলে ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পরে হাতে কিছু একটা নিয়ে ওই মহিলার নাকের কাছে ফু দেয় তৎক্ষণাৎ ওই গৃহবধূ অচেতন হয়ে পড়ে। সাথে সাথেই ওই গৃহবধূর স্বামী ঘর থেকে বেরিয়ে এসে মহিলাকে হাতেনাতে ধরে। তারপরে এলাকার সব জনগণের ভিড় হয়ে যায় এই মহিলা একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে এর পরিচয় আমরা কেউ জানিনা। ওনাকে গৃহবধুর জ্ঞান ফেরানোর কথা বললে উনি ১ কোটি টাকা দাবি করছে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মহিলাকে নিয়ে যায় কেউ এই মহিলার পরিচয় জেনে থাকলে অবশ্যই জানাবেন। এই মহিলা কথায় কথায় শুধু মিথ্যা বলছিল। এই সকল মানুষের থেকে সবাই সচেতন থাকবেন।