সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন


 ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন


প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২  


পর্যটনদের জন্য এলো সুখবর। তিন মাস পর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। ১ সেপ্টেম্বর থেকে ঘুরতে যাওয়া যাবে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে।


গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের সব নদ-নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছিল বন বিভাগ। এই তিন মাস মাছের প্রজনন মৌসুম হওয়ায় সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপশি সুন্দরবনে পর্যটকদের প্রবেশও নিষেধাজ্ঞা দেওয়া হয়।


খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। একই সঙ্গে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের জন্য পাস পারমিট নিয়ে ওই দিন থেকে বনে ঢুকতে পারবেন বনজীবীরাও।


সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। ২০১৯ সাল থেকে এই কার্যক্রম চালু হয়েছে। এবার মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই সময় এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করে বন মন্ত্রণালয়।

Comments

Popular Posts

আজ সকাল দশটায় বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের পিছনে এই মহিলা এসে একটা বাড়িতে প্রবেশ করে, ওই বাড়ির গৃহবধূকে জানালার কাছে ডাকে, উনি জানালার কাছে আসলে ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পরে হাতে কিছু একটা নিয়ে ওই মহিলার নাকের কাছে ফু দেয় তৎক্ষণাৎ ওই গৃহবধূ অচেতন হয়ে পড়ে। সাথে সাথেই ওই গৃহবধূর স্বামী ঘর থেকে বেরিয়ে এসে মহিলাকে হাতেনাতে ধরে। তারপরে এলাকার সব জনগণের ভিড় হয়ে যায় এই মহিলা একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে এর পরিচয় আমরা কেউ জানিনা। ওনাকে গৃহবধুর জ্ঞান ফেরানোর কথা বললে উনি ১ কোটি টাকা দাবি করছে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মহিলাকে নিয়ে যায় কেউ এই মহিলার পরিচয় জেনে থাকলে অবশ্যই জানাবেন। এই মহিলা কথায় কথায় শুধু মিথ্যা বলছিল। এই সকল মানুষের থেকে সবাই সচেতন থাকবেন।