May 02, 2025 আজ সকাল দশটায় বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের পিছনে এই মহিলা এসে একটা বাড়িতে প্রবেশ করে, ওই বাড়ির গৃহবধূকে জানালার কাছে ডাকে, উনি জানালার কাছে আসলে ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পরে হাতে কিছু একটা নিয়ে ওই মহিলার নাকের কাছে ফু দেয় তৎক্ষণাৎ ওই গৃহবধূ অচেতন হয়ে পড়ে। সাথে সাথেই ওই গৃহবধূর স্বামী ঘর থেকে বেরিয়ে এসে মহিলাকে হাতেনাতে ধরে। তারপরে এলাকার সব জনগণের ভিড় হয়ে যায় এই মহিলা একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে এর পরিচয় আমরা কেউ জানিনা। ওনাকে গৃহবধুর জ্ঞান ফেরানোর কথা বললে উনি ১ কোটি টাকা দাবি করছে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মহিলাকে নিয়ে যায় কেউ এই মহিলার পরিচয় জেনে থাকলে অবশ্যই জানাবেন। এই মহিলা কথায় কথায় শুধু মিথ্যা বলছিল। এই সকল মানুষের থেকে সবাই সচেতন থাকবেন।
May 08, 2025 জয় বাংলা ❤️ এটাই আওয়ামী লীগের জনপ্রিয়তা 💗🇧🇩 নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমান কে পুলিশ গ্রেফতার করতে আসলে হাজার হাজার জনতার বাধার মূখে প্রশাসন।
Beautiful
ReplyDeleteThanks all ❤️❤️❤️❤️
ReplyDelete